বিখ্যাত অ্যাংলো-আইরিশ প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক ও পাদ্রী জোনাথন সুইফট। তিনি ১৬৬৭ সালের ৩০ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন।
জোনাথন সুইফট ১৭২৬ সালে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ গালিভার'স ট্রাভেলস রচনা করে স্মরণীয় হয়ে রয়েছেন। অ্যা টেল অব অ্যা টাব ও অ্যা মডেস্ট প্রোপোজাল নামের ছোট গল্পগুলোও তার অবিস্মরণীয় কীর্তিরূপে স্বীকৃত। মঙ্গল গ্রহের চাঁদ ডিমোসের সুইফট ক্র্যাটর নামকরণ হয়েছে জোনাথন সুইফটের নামানুসারে।
জোনাথন সুইফট ১৭৪৫ সালের ১৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত একটি উক্তি-
“সংসারে যারা সব কিছুকে মেনে নেওয়ার চেষ্টা করে, তাদের দুঃখ নেই।”